রাত নিশ্চয়ই ফুরোবে
আবদুল্লাহ শুভ্র
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আঁধার ও তোমার মেহনতে,
রাত নিশ্চয়ই ফুরোবে!
দলছুট ঐ তারার আলেয়ায়-
ফিরে ফিরে দেখি,
বিষণ্ন সমুদ্র আর ধূমকেতু-
আমার বুকের পাঁজরে আরও নির্জন হয়েছে!
