|
ফলো করুন |
|
|---|---|
তারার চুমকি-জ্বলা মাতোয়ারা জোছনার আঁচল,
তার নিচে এক নিশিবলাকার বিবাগী উড়াল-
তা-ই দেখে আকাশের আচানক জেগেছিলো সাধ;
খুদে সেই বলাকার পিঠে চড়ে কিছুটা ঘোরার।
সেই নিশিবলাকাকে তারপর দেখেনি কোনো রাতজাগা চোখ,
রাধাপাখিটিও আর স্বরূপে পায়নি ফিরে খেয়ালি আকাশ,
শুধু তার সাদা রঙে আকাশে ছড়িয়ে আছে মেঘের বিলাপ।
জন্ম ৪ জানুয়ারি ১৯৬৬। লেখাপড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কবিতার পাশাপাশি গান, ছড়াও লেখেন। প্রকাশিত গ্রন্থ ৭টি। ৫টি কাব্য, ১টি রম্যোপন্যাস এবং একটি স্মারকগ্রন্থ (সম্পাদিত)। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা।
