Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

নিরাক আকাশ

Icon

আহমাদ সালেহ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

স্তব্ধ; নিরাক আকাশ জোনাকবিহীন,

ঝিঁঝিঁবিহীন কোকিল শালিক কাক, ফিঙে,

শকুনবিহীন এক সময়-আমি বাড়ি ফিরতে চাচ্ছি মা

অথচ তুমি অসুস্থ আমি বাড়ি ছাড়তে চাচ্ছি মা

অথচ তুমি অসুস্থ

কোথায় সে কবর, যেখানে তোমার আঁচল নেই?

একুশ পৃথিবীর প্রসব যন্ত্রণা আমার তোমার

সংখ্যা জানি না জানবার সাহস আমার নেই।

কবি, সমালোচক। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক। কাজ করছেন নিজের প্রতিষ্ঠান ‘লালশির’ নিয়ে। প্রকাশিত বই : সাড়ে সাতশত প্রেমিকার নামে (কবিতা)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম