Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

আত্মবিশ্বাস

Icon

আব্দুল্লাহ শুভ্র

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভীত তুমি!

ভেঙেছো কেমন শতবার!

জেনে নিও-

সাহসে রাঙা যোদ্ধা

মরে কেন একবার!

এসো-

তুখোড়,

শোনো, তুমিই হৃদয়ের বল

দুঃখ লাঘবে ধৈর্য ধরো-

বুকে গেঁথে নাও সত্যের কল!

বলিয়ান করো স্বীয় আশ্বাস

বিষাদ ভারেও হৃদয়ে বলো

জেগে ওঠো তুমি আত্মবিশ্বাস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম