|
ফলো করুন |
|
|---|---|
প্রিয় বৃষ্টি, আকাশের বুক ছেদে ঝর না!
মেঘের দেবতা মানুষের ঈশ্বর থেকে ছুটি নিয়েছে
তুমি শ্রমিকের জ্বর আনলেও আর বিচ্ছেদী প্রেমীকা
দুপুর বেলা ভাতের বাটি হাতে এ পাড়ায় ফিরবে না!
তুমি ঝর না।
রিকশা বাওয়া জোড়া পা, ইটের সুরকি মাখা দু’হাত,
দেওয়ালে ঝুলে রং মিস্ত্রির রঙিন স্বপ্ন আঁকা দুটো চোখ;
একটু সময়ের জন্যও স্থিমিত কোরো না!
না-না-না, ঝোড়ো না...
এ নগর এখন নিষিদ্ধ শিলালিপির মতো হারাবে-
হারানো সভ্যতায়!
