Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ডাকছে

Icon

কুতুবউদ্দিন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কে যেন ঐ ডাকছে

মনের মাঝে কত আনা গোনা

পশ্চিমে ডুবে যায় বেলা

ওপারের ডাক আসবে যখন

বল কি হবে উপায়?

জালাও বাতি আপন অন্তরে

ঘুচবে অন্ধকার।

রাত্রি শেষে আসলে প্রভাত

পাখিরা যে গায়

শূন্য হৃদয় তোমার

বইবে দখিনা বায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম