|
ফলো করুন |
|
|---|---|
ওই পাহাড়ের সাথে হোক আমার প্রেম
যেখানে নেই কোনো কোলাহল, নেই সংঘাত
নীল অম্বর এক বিশাল আকাশ-
যে আকাশে মেঘেদের আনাগোনা অবিরত
মেঘ সৃষ্ট এক আলোখেলায় সাজবে পৃথিবী
সারি সারি গাছের বিস্তৃত সবুজের বুকে-
রোদ আর মেঘের ছায়ারা আছড়ে পড়বে
দূরে যেখানে চোখের সীমানার শেষ, সেখানে দেখব-
সুয্যি মামা যেন তার দীপ্তিময় তাপের বিদায় জানাচ্ছে
পড়ন্ত বিকেলের শান্ত এক পরিবেশের মায়ায় আবদ্ধ হব তখন
চোখের সামনে এই বিশাল সৌন্দর্য মলিন হতে থাকবে একটু পর
অন্ধকার তখন যেন হাতছানি দিয়ে ডাকবে
অভূতপূর্ব এক ভয়ঙ্কর সুন্দর আবহাওয়ার হবে অনুপ্রবেশ
পূর্ণিমার আলোয় যেন সেই দৃশ্য নতুন রূপে সাজবে
এইভাবেই দেখতে দেখতে আরেকটি নতুন ভোর আসবে
জগতের আলোর আগমন শুরু হয়ে যাবে ক্ষণিক পর
চোখ মেলে সবুজের বিশালতা খুঁজতে গিয়ে দেখব-
মেঘেদের আচ্ছাদনে নিবিষ্ট পুরো আবহাওয়া
মিষ্টি একটা সকাল কুয়াশায় আচ্ছন্ন চারিপাশ
সাথে থাকবে এক কাপ চা আর প্রিয় কেউ
পাহাড়ের সাথে হবে আমাদের ভালোবাসার মিতালী
এইভাবেই বছরের পর বছর কাটাব তার সাথে
অবসাদ ছাপিয়ে মৃদু আনন্দে মাতব সব সময়
আর তাই,
আবার বলি-
সেই পাহাড়ের সাথেই হোক আমার প্রেম!
