|
ফলো করুন |
|
|---|---|
তুমি আমার নিকটে ছিলে খুব
স্পর্শ করেও ছুঁইনি কোনো কালে
আমার বুকের ডালপালাতে
ফুটলো যখন তোমার গোলাপ
লুকিয়ে গেছি তাও অভিমানে।
ভেবেছিলে,
একটি ভবিষ্যৎ প্রয়োজন যুবতী নারীর
যা আলোড়িত করেছিলো-
ঝরনার মত অনাবিল হাসি
তোমাকে ভাবতে পারি কানিজ ফাতেমা
অষ্টাদশী ছিলে তুমি
আর প্রতিশ্রুতিশীল প্রেমের কাপে-
চোখকে ভেবেছিলে তুমি টেলিভিশন
রঙিন সব স্বপ্ন জমাতে সেখানে
আমার একাকিত্বই এড়িয়েছো কেবল!
বিয়েথা চাঙা রাখতে ওড়া ভুলে যেতে হয়
বিবাহিতা নারীরা উড়তে জানে না
তুমিও উড়তে জানো না কানিজ ফাতেমা
একটি ভবিষ্যৎ প্রয়োজন ছিলো তোমার!
