আশা
একদিন মৃত্যু হলে জরা ভেঙে জন্ম নিবো
মৃত্যুর উপত্যকায় ভাঙবো জীবন
দেখো, মানচিত্র বুকে একটি মানুষ হাঁটে
পরজন্মে বিশ্বাস চেপে খুঁজছে খোদা
অথচ ক্ষুৎপিপাসার ক্ষতে ক্ষুধা ভগবান,
বানের জলের মতো সুলভ কষ্ট ঠুকে
পাতা কুড়ানিরা দূর হতে দূরে চলে যায়।
একদিন জন্ম হবে, এজন্মে আসবে সুদিন
অপচয়ে সাজানো জীবনে অবজ্ঞায় বলবে না কেউ-
‘ওই যাচ্ছে কবি, ভুখা-কাঙালের ছবি!
নুন আনতে পান্তা ফুরানোর দল।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আশা
একদিন মৃত্যু হলে জরা ভেঙে জন্ম নিবো
মৃত্যুর উপত্যকায় ভাঙবো জীবন
দেখো, মানচিত্র বুকে একটি মানুষ হাঁটে
পরজন্মে বিশ্বাস চেপে খুঁজছে খোদা
অথচ ক্ষুৎপিপাসার ক্ষতে ক্ষুধা ভগবান,
বানের জলের মতো সুলভ কষ্ট ঠুকে
পাতা কুড়ানিরা দূর হতে দূরে চলে যায়।
একদিন জন্ম হবে, এজন্মে আসবে সুদিন
অপচয়ে সাজানো জীবনে অবজ্ঞায় বলবে না কেউ-
‘ওই যাচ্ছে কবি, ভুখা-কাঙালের ছবি!
নুন আনতে পান্তা ফুরানোর দল।’