আশা
jugantor
আশা

  শাহীন তাজ  

২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

একদিন মৃত্যু হলে জরা ভেঙে জন্ম নিবো

মৃত্যুর উপত্যকায় ভাঙবো জীবন

দেখো, মানচিত্র বুকে একটি মানুষ হাঁটে

পরজন্মে বিশ্বাস চেপে খুঁজছে খোদা

অথচ ক্ষুৎপিপাসার ক্ষতে ক্ষুধা ভগবান,

বানের জলের মতো সুলভ কষ্ট ঠুকে

পাতা কুড়ানিরা দূর হতে দূরে চলে যায়।

একদিন জন্ম হবে, এজন্মে আসবে সুদিন

অপচয়ে সাজানো জীবনে অবজ্ঞায় বলবে না কেউ-

‘ওই যাচ্ছে কবি, ভুখা-কাঙালের ছবি!

নুন আনতে পান্তা ফুরানোর দল।’

আশা

 শাহীন তাজ 
২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

একদিন মৃত্যু হলে জরা ভেঙে জন্ম নিবো

মৃত্যুর উপত্যকায় ভাঙবো জীবন

দেখো, মানচিত্র বুকে একটি মানুষ হাঁটে

পরজন্মে বিশ্বাস চেপে খুঁজছে খোদা

অথচ ক্ষুৎপিপাসার ক্ষতে ক্ষুধা ভগবান,

বানের জলের মতো সুলভ কষ্ট ঠুকে

পাতা কুড়ানিরা দূর হতে দূরে চলে যায়।

একদিন জন্ম হবে, এজন্মে আসবে সুদিন

অপচয়ে সাজানো জীবনে অবজ্ঞায় বলবে না কেউ-

‘ওই যাচ্ছে কবি, ভুখা-কাঙালের ছবি!

নুন আনতে পান্তা ফুরানোর দল।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন