Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

বিয়োগ

Icon

সাজ্জাদুর রহমান

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেজা চুলের পুকুরে টকটকে পদ্মশ্রী জল

হাজার বছর বড়শি ফেলে অপেক্ষমাণ বয়স

আশেপাশে শত ব্যস্ততায় জীবনের গল্পেরা

অনিঃশেষ বাঁচবার তাগিদ করে কিলবিল আর

আজব আজব মাছ ঘুরঘুর করে শূন্যের মেঘে

জলের ঘরে তাদের রুহের প্রার্থনা নিঃসঙ্গতার শব

সেই জল শিকারি মাতাল হয় বহেমিয়ান

শূন্যে টানে বড়শির ওষ্ঠাগত প্রাণ।

তারপর ফুরিয়ে যায় ফেরারি জীবন

কুড়িটি নখ, নখের ওপরের রূপালী আকাশ

দমের কলে বাজে গান ভাটায় ফিরে যায়

রূপ-রস, খোলসে আবর্তিত দুর্গন্ধের পরিহাস।

শিকারির শঠতায় ঢুকে যায় সুচের ফণা

নাভিমূল চেপে ধরে জগদ্দল পাথরের কর্ষিত প্রতিবাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম