Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

থেকে যায়

Icon

এইচ বি রিতা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এটি ছিল বসন্তের প্রস্ফুটিত ঋতুর মতো একটি রাত।

সে এসেছিল

স্পর্শের প্রয়োজনে আমার হৃদয় ভিজে গেল

একটি দ্বিধাগ্রস্ত আত্মা সংযম ছাড়াই আত্মসমর্পণ করল

সে আমাকে চুমু দিল

আমি তার বুকের উষ্ণতায় স্তব্ধ হয়ে গেলাম-

সারা রাত ধরে

সে আমাকে ভালোবাসতে শেখালো

কথায় কথায় গল্প ছুড়ে হাসতে শিখালো

সে রাত পার হয়ে গেছে

ওর গায়ের গন্ধ এখনো আমার গায়ে লেগে আছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম