Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

দুই সতিন

Icon

শামস আরেফিন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেদনাহত হৃদয় কি মিথ্যা বলতে পারে?

একমাত্র হৃদয় মোনাফেক তাতে বিশ্বাস হারায়

পৃথিবীতে কোলবালিস আছে বলেই তুমি কুমারী

তোমার সততা কত তা জানে মনের কুমার!

যে আমাকে বিরহে পুড়িয়ে বারবিকিউ বানায়,

গৃহস্থের বলদের মতো ভাঙায় প্রেমের সরিষা-

আবেগের ক্ষেতে বিরহের বর্গি চষে বেড়ায়-

তবু কী মহৎ হয়ে বেদনা চাষি হতে চায়।

কষ্টি পাথর যেমন আহত হৃদয়ের সৌন্দর্য খোঁজে

তেমন প্রকৃতির খোঁজে বাংলাদেশ কাকে খুঁজবে?

তিস্তার ব্যারেজে কী স্বাধীনতা দৃঢ় হবে?

না ঝুলে যাবে আমাদের ভালোবাসা?

ভূরাজনীতি না রাজনৈতিক অর্থনীতি-

দুর্বল খুঁটিতে দাঁড়িয়ে বলো বাংলাদেশ?

দুই সতিনের ঘর কীভাবে সামলাবে?

কীভাবে সামলাবে আমাদের ভবিষ্যৎ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম