Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

কবিতা

মাতালের সুখ

Icon

রকিবুল হাসান

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্ষতবিক্ষত রাতের গভীরতা লাবণ্যবালিকা

কাদামাটি হাওড়ের যৌবন জীবন,

সরল কৃষক লকলকে লাউডগা রঙিন ফড়িং

কবিতার সবুজ জমিন বুক কাতরায় গভীর ক্ষরণে।

বিষাক্ত ছোবলে কাতরায় রাত সুন্দরের শিরোনাম

আত্মগোপনে বিধ্বস্ত অহংকারের মধ্যদুপুর,

পুরুষশূন্য চৌচির গ্রামে জেগে থাকে

কবিতার রমণী রক্তাক্ত শরীরে সড়কি হাতে।

রাতও শেষ হয়-

আলোরাও ডোবে গোপন মৌতাতে,

জীবনও যায়, তবুও অন্ধমোহে

জেগে থাকে মাতালের সুখ-কাতরায় কবিতারমণী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম