আফরি
ভালোবাসি কিংবা বাসি না
বোবার মতো আফরির মুখে কিছুই ফোটে না।
জিজ্ঞেস করলেও হ্যাঁ বা না বলে না!
কিন্তু আচমকা জড়িয়ে ধরে, হারিয়ে যাবার ভয়ে!
আরো বুঝিয়ে দেয়, শব্দ নয়
ভালোবাসা স্পর্শের ভীষণ কাঙাল।
এই যে এত আবেগ, যেন আসন্নপ্রসবা মেঘ
শঙ্খধ্বনির আবহে, লেপ্টে আছে শরীর জুড়ে।
তবুও মুখে বলে না, ভালোবাসি কিংবা বাসি না!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফরি
ভালোবাসি কিংবা বাসি না
বোবার মতো আফরির মুখে কিছুই ফোটে না।
জিজ্ঞেস করলেও হ্যাঁ বা না বলে না!
কিন্তু আচমকা জড়িয়ে ধরে, হারিয়ে যাবার ভয়ে!
আরো বুঝিয়ে দেয়, শব্দ নয়
ভালোবাসা স্পর্শের ভীষণ কাঙাল।
এই যে এত আবেগ, যেন আসন্নপ্রসবা মেঘ
শঙ্খধ্বনির আবহে, লেপ্টে আছে শরীর জুড়ে।
তবুও মুখে বলে না, ভালোবাসি কিংবা বাসি না!