আফরি
jugantor
আফরি

  আদিল মাহমুদ  

১৭ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ভালোবাসি কিংবা বাসি না

বোবার মতো আফরির মুখে কিছুই ফোটে না।

জিজ্ঞেস করলেও হ্যাঁ বা না বলে না!

কিন্তু আচমকা জড়িয়ে ধরে, হারিয়ে যাবার ভয়ে!

আরো বুঝিয়ে দেয়, শব্দ নয়

ভালোবাসা স্পর্শের ভীষণ কাঙাল।

এই যে এত আবেগ, যেন আসন্নপ্রসবা মেঘ

শঙ্খধ্বনির আবহে, লেপ্টে আছে শরীর জুড়ে।

তবুও মুখে বলে না, ভালোবাসি কিংবা বাসি না!

আফরি

 আদিল মাহমুদ 
১৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ভালোবাসি কিংবা বাসি না

বোবার মতো আফরির মুখে কিছুই ফোটে না।

জিজ্ঞেস করলেও হ্যাঁ বা না বলে না!

কিন্তু আচমকা জড়িয়ে ধরে, হারিয়ে যাবার ভয়ে!

আরো বুঝিয়ে দেয়, শব্দ নয়

ভালোবাসা স্পর্শের ভীষণ কাঙাল।

এই যে এত আবেগ, যেন আসন্নপ্রসবা মেঘ

শঙ্খধ্বনির আবহে, লেপ্টে আছে শরীর জুড়ে।

তবুও মুখে বলে না, ভালোবাসি কিংবা বাসি না!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন