জোড়া সারস
jugantor
জোড়া সারস

  ফরিদা রানু  

১৭ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বাতাসে যার নিশ্বাস, অক্সিজেন হয়ে

রক্তের সঞ্চালন ঘটায়

সে প্রেমিকেরও ভালোবাসায়

সাদা কবুতর মিথ্যে বাসা বাঁধায়।

বেঁচে থাকলে নাকি এক যুগের প্রেমেও

খুব নিখুঁতভাবে ঘুন ধরে?

ম্লান হয়ে যায়-

সকালের শিশিরে প্রস্ফুটিত শিউলির মতো।

শত আলোকবর্ষ দূর থেকে ভুবনে

কিরণধারা ঢালা নক্ষত্ররাও

ধীরে ধীরে মরে যায় নিয়ে অযুত ক্ষত।

ভালোবাসা কি ভেসে যায় কচুরিপানায়?

আর প্রেম কী পানকৌড়ির মতো ডুব দেয়

খুব সন্তোর্পোণে?

তাহলে জোড়া সারস কেন বাঁচতে চায় না?

জোড়া সারস

 ফরিদা রানু 
১৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বাতাসে যার নিশ্বাস, অক্সিজেন হয়ে

রক্তের সঞ্চালন ঘটায়

সে প্রেমিকেরও ভালোবাসায়

সাদা কবুতর মিথ্যে বাসা বাঁধায়।

বেঁচে থাকলে নাকি এক যুগের প্রেমেও

খুব নিখুঁতভাবে ঘুন ধরে?

ম্লান হয়ে যায়-

সকালের শিশিরে প্রস্ফুটিত শিউলির মতো।

শত আলোকবর্ষ দূর থেকে ভুবনে

কিরণধারা ঢালা নক্ষত্ররাও

ধীরে ধীরে মরে যায় নিয়ে অযুত ক্ষত।

ভালোবাসা কি ভেসে যায় কচুরিপানায়?

আর প্রেম কী পানকৌড়ির মতো ডুব দেয়

খুব সন্তোর্পোণে?

তাহলে জোড়া সারস কেন বাঁচতে চায় না?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন