উৎকর্ষ
আমন্ত্রণ পেলেও নিমন্ত্রণ পাইনি
জল নেমেছে ঢল হয়নি
জানালা খুললেও বাতাস ঢোকেনি
বাতাস প্রবাহমান শীতল হয়নি।
জীবনের আনুষ্ঠানিকতায় কেটে যায় সময়
সময় বুঝে অসময়ের যত মূল্য
অগ্রজ-অনুজের দ্বৈত কত্থন চলে অসময়
প্রযুক্তির অভিঘাত চিন্তনে এনেছে বৈকল্য।
চিন্তনে এসেছে নব তাড়না
মননে বেড়েছে পুরাতন বেদনা
কী হবে ভবিষ্যতের জীবন
নানা অভিধায় চলছে অবদমন।
আলোচনা সমালোচনার ঝড় চিরায়ত
চিন্তকের দুনয়ন সৃজনে আনত
ভাবনার রাজ্য দখল করেছে চ্যাটজিপিটি
বেকার হয়ে পড়েছে লেখা কবি।
প্রেম ভালোবাসা ব্যক্ত হচ্ছে মুখ বইতে
নিগূঢ় প্রেম অযাতি মনে প্রাণে
মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার অনির্বা সংঘর্ষ
নবতানে সৃষ্টিশীলতায় আনয়ন করবে উৎকর্ষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উৎকর্ষ
আমন্ত্রণ পেলেও নিমন্ত্রণ পাইনি
জল নেমেছে ঢল হয়নি
জানালা খুললেও বাতাস ঢোকেনি
বাতাস প্রবাহমান শীতল হয়নি।
জীবনের আনুষ্ঠানিকতায় কেটে যায় সময়
সময় বুঝে অসময়ের যত মূল্য
অগ্রজ-অনুজের দ্বৈত কত্থন চলে অসময়
প্রযুক্তির অভিঘাত চিন্তনে এনেছে বৈকল্য।
চিন্তনে এসেছে নব তাড়না
মননে বেড়েছে পুরাতন বেদনা
কী হবে ভবিষ্যতের জীবন
নানা অভিধায় চলছে অবদমন।
আলোচনা সমালোচনার ঝড় চিরায়ত
চিন্তকের দুনয়ন সৃজনে আনত
ভাবনার রাজ্য দখল করেছে চ্যাটজিপিটি
বেকার হয়ে পড়েছে লেখা কবি।
প্রেম ভালোবাসা ব্যক্ত হচ্ছে মুখ বইতে
নিগূঢ় প্রেম অযাতি মনে প্রাণে
মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার অনির্বা সংঘর্ষ
নবতানে সৃষ্টিশীলতায় আনয়ন করবে উৎকর্ষ।