উৎকর্ষ
jugantor
উৎকর্ষ

  কাজী শাহজাহান  

২৪ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

আমন্ত্রণ পেলেও নিমন্ত্রণ পাইনি

জল নেমেছে ঢল হয়নি

জানালা খুললেও বাতাস ঢোকেনি

বাতাস প্রবাহমান শীতল হয়নি।

জীবনের আনুষ্ঠানিকতায় কেটে যায় সময়

সময় বুঝে অসময়ের যত মূল্য

অগ্রজ-অনুজের দ্বৈত কত্থন চলে অসময়

প্রযুক্তির অভিঘাত চিন্তনে এনেছে বৈকল্য।

চিন্তনে এসেছে নব তাড়না

মননে বেড়েছে পুরাতন বেদনা

কী হবে ভবিষ্যতের জীবন

নানা অভিধায় চলছে অবদমন।

আলোচনা সমালোচনার ঝড় চিরায়ত

চিন্তকের দুনয়ন সৃজনে আনত

ভাবনার রাজ্য দখল করেছে চ্যাটজিপিটি

বেকার হয়ে পড়েছে লেখা কবি।

প্রেম ভালোবাসা ব্যক্ত হচ্ছে মুখ বইতে

নিগূঢ় প্রেম অযাতি মনে প্রাণে

মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার অনির্বা সংঘর্ষ

নবতানে সৃষ্টিশীলতায় আনয়ন করবে উৎকর্ষ।

উৎকর্ষ

 কাজী শাহজাহান 
২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আমন্ত্রণ পেলেও নিমন্ত্রণ পাইনি

জল নেমেছে ঢল হয়নি

জানালা খুললেও বাতাস ঢোকেনি

বাতাস প্রবাহমান শীতল হয়নি।

জীবনের আনুষ্ঠানিকতায় কেটে যায় সময়

সময় বুঝে অসময়ের যত মূল্য

অগ্রজ-অনুজের দ্বৈত কত্থন চলে অসময়

প্রযুক্তির অভিঘাত চিন্তনে এনেছে বৈকল্য।

চিন্তনে এসেছে নব তাড়না

মননে বেড়েছে পুরাতন বেদনা

কী হবে ভবিষ্যতের জীবন

নানা অভিধায় চলছে অবদমন।

আলোচনা সমালোচনার ঝড় চিরায়ত

চিন্তকের দুনয়ন সৃজনে আনত

ভাবনার রাজ্য দখল করেছে চ্যাটজিপিটি

বেকার হয়ে পড়েছে লেখা কবি।

প্রেম ভালোবাসা ব্যক্ত হচ্ছে মুখ বইতে

নিগূঢ় প্রেম অযাতি মনে প্রাণে

মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার অনির্বা সংঘর্ষ

নবতানে সৃষ্টিশীলতায় আনয়ন করবে উৎকর্ষ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন