|
ফলো করুন |
|
|---|---|
কাঁঠাল তলায় দাদার রেখে দেয়া জলকলস
আমার আঙুল ধরে সভ্যতার সবক দেয় নিঃসঙ্গতায়।
হাট ফিরতি তৃষ্ণার্তের এক ফালি হাসি
হৃদয় কোণে ছিটিয়ে দেয় জান্নাতি সুবাস।
এই যে নগর, এই যে শহর, এতো-এতো সভ্যতা
এই যে মায়া, এই যে প্রেম, এতো-এতো হৃদ্যতা
সব যেন জলকলসের সামনে নত মাথায় নিশ্চুপ।
