|
ফলো করুন |
|
|---|---|
উথলে ওঠে জীবন জোয়ার
কতোবার দেখা হয়
তারপরও অদেখায় ভুল হয়ে যায় বারবার
লিখে ফেলি ভুল নাম
লিখে ফেলি অশুদ্ধ পঙ্ক্তিমালা
খুঁতখুঁতে পর্যবেক্ষণেও কেবল ভুল হয়ে যায়।
সন্দিগ্ধ চোখে অচেনা লাগে
অভিমান সঙ্গ জেগে জেগে যাপন করি রাত্রির তমসা।
উদযাপনে নিশিথরাত্রির নিমগ্ন সখ্য।
জন্মাবধি আবেগ গৃহে কেটে যায় দিনরাত্রি
বিরামহীন নস্টালজিয়া বায়োস্কোপ।
দেখা হয়েছিল অকস্মাৎ
তুমি দাওনি একটি রাত্রির সঙ্গিনী মধু আস্বাদ
রোমান্টিক রোমাঞ্চ।
বুঝি তাই নিজেরই মুদ্রাদোষে অমৃত পাথারে সোনা-রুপা দিন
হৃদয়বাদী-সংবেদী।
একদিন তোমার ঢেউ তোলা কাজল কেশে
মেখে দিয়েছিলাম জবাকুসুম-হিমসাগর সুগন্ধি তৈল নির্যাস।
মনে কি পড়ে আমাদের আলাভোলা পাড়াগাঁ, পল্লীসুষমা, গাঁয়ের সবুজ!
মনে কি পড়ে আমাদের সেই সব কুসুমিত কানাকানি
মনে কি পড়ে লালিত লাবণ্যময় সংবেদী সেইসব দিন!
চোখে ঝিলিক দিয়ে ওঠা
তোমার লজ্জামাখা হাসির চঞ্চল আবেগ!
মনে কি পড়ে অবসাদগ্রস্ত নির্লিপ্ততা!
