Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

প্রলোভন

Icon

শামীমা শ্রাবণী

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তোমাকে পড়তে গেলে কেবল পৃষ্ঠারাই শুধু বেড়ে যায়,

মাঝখানে ফুরিয়ে আসে দিনের সমস্ত আয়ু

গল্পের মলাটে বসে দুঃখ পোকারাও স্বপ্ন খুঁটে খায়

কিছু তার উড়িয়ে নেয় ঈশান কোণের বায়ু।

দূরত্বে তোমাকে রেখে তাই উপসংহারের পথে হাঁটি

আঙুলের ডগায় জমিয়ে রাখি পৃষ্ঠার ঘ্রাণ

গল্পের শূন্যতা জুড়ে জানি একদিন ফুটত দোপাটি

অন্ধকার নামার আগেই যদি মারতে টান!

অথচ রাত নেমে এলে দুয়ারে উড়ে যায় আঙুলের সমস্ত সঞ্চয়

স্বপ্নের অবশিষ্ট আয়ু আঁকড়ে ধরে জীবনটাও পাশ ফিরে শোয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম