|
ফলো করুন |
|
|---|---|
চোখের সমুখ দিয়ে হেঁটে যায় পৃথিবী,
হেঁটে যায় চেনা সুখ চেনা প্রিয় মুখ;
মানুষ যেন হায় একএকটি মুঠোফোন,
বুঝে না সে পৃথিবীর হয়েছে অসুখ।
পৃথিবীর পথেপথে হেঁটেছি অনেক পথ,
তবু তার কিছু যেন রয়ে গেছে বাকি;
ছড়ানো ছিটানো সব স্মৃতির ধূলিকণা,
আজ কেন মনে হয় সবই ছিল ফাঁকি।
ঘোর অমানিশা আজ পৃথিবীর পরে,
বিদায়ী নিষাদ যেন ছেড়ে যাবে তীর;
তবুও মানুষ কিছু বোঝে না তো হায়,
নিজ হাতে ভেঙে ফেলে পৃথিবীর নীড়।
চোখের সমুখ দিয়ে হেঁটে যায় পৃথিবী,
সর্বদেহে রক্তস্রোত গ্রেনেড-বোমায়,
সুন্দর চলে যায় পৃথিবীর হাত ধরে,
প্রমোদে ব্যস্ত সব কে তারে থামায়?
মানুষের রক্ত পান মানুষ করছে আজ,
বিপন্ন প্রকৃতি গায় বিদায়ের গান;
যে শিশুটি বলেছিল ‘সব বলে দেব’,
মানুষেরে দিতে হবে তারই প্রতিদান।
