Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

তুষারের মেহরাবে

Icon

মঈনুস সুলতান

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোনো কোনো মানুষের থাকে না স্বজন কিংবা স্বদেশ

তারপরও কোনক্রমে বেঁচে থাকে কিছুকাল,

দিনযাপনে প্রধান হয়ে ওঠে ক্লেশ,

শোনা যায়, তাঁতিরা মসলিনে ফের বুনছে সকাল;

কিছু ভাবনা কিছু বিভ্রম, সূর্যশিশিরে হয় রঙিন

দেবদেউলের বন্ধ বাতায়নে বাজে অন্ধ করতালি,

কিছু পথরেখা নড়বড়ে সাঁকোতে সংগীন,

জাফরানের চেরাগে রৌশন হয় বনানীর পত্রালী;

কোনো কোনো সফরে ঘরবাড়ি হয়ে ওঠে জাদুঘর

গন্তব্যের মৃগতৃষিকায়, বৃদ্ধি পায়, মনস্তাপ,

মননের চক্রবাকে আপন হয়ে ওঠে পরদেশি জাতিস্মর

তুষারের মেহরাবে আঁকা হয় মোহনচূড় পাখির পদছাপ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম