Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

স্বার্থের জিহ্বা

Icon

রকিবুল হাসান

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অহংবোধে নবাবের মতো হেঁটে যাচ্ছ, যাও।

মাথায় পালক উঁচু করে হেঁটে যাচ্ছ, যাও।

শুদ্ধ প্রেমিকের নকল লেবাসে হেঁটে যাচ্ছ, যাও।

মহাকাব্যের মহাচাপা মারতে মারতে যাচ্ছ, যাও।

তোরণ সাজানো রাজপথে, স্বার্থের জিহ্বায় চতুর্দিকে;

নগরে নকল রূপশ্রী দুবেণী জবাফুল, পুষ্প হাতে।

ভুলের নগরে ভুল স্যালুট তোমাকে

তোমার সংবর্ধনায় অসহায় অজস্র নিষ্পাপ গোলাপ।

এ কথা তো জানো মহারথী তুমিও,

তবে কেন নত হও এইসব মিথ্যে মুকুটে মস্তক!

সরল যৌবনে নেমে আসো আত্মার মৃত্তিকা কবিতায়

কত মসনদ কত তলোয়ার ভেসে যায় কালের গঙ্গায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম