মুক্তি

 কামরুল ইসলাম 
০২ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

একটা লাল মোড়গের ডাকে

আমাদের পৃথিবীর ঘুম ভেঙবেনা জানি;

তবু রাত জাগি, তোমাকে ভেবে জাগি

তোমার জন্য সহস্র কোটি কষ্ট ঢেলে

আকাশ নীলে সাজাই

চোখে সমুদ্র নামাই

মুক্তির পাখি উড়াই

ফুলে গন্ধ বিলই

... তবু তোমার ঘুম ভাঙে না।

আমার সবদিকে তুমি আর তোমার সব

আমাদের পৃথিবী দুটো হলে;

তোমার দিকে যেতে যেতে ফুরিয়ে যেতে পারতাম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন