আপন আলো

 সোহেল আহসান 
০২ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

উড়ে যাব দূরে যাব

মহাশূন্যে মহাকালে

শূন্যস্থানে রেখে যাব

এক প্রস্থ আবেগ।

সকাল থেকে সন্ধ্যা রাতে

মাছরাঙা কিংবা জোনাকির সাথে

অনুভূতির শিখাগুলো

জ্বালবে শুধু আপন আলো।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন