|
ফলো করুন |
|
|---|---|
যদিও তাকায় অনেকজনের দিকে;
একজনকেই খুঁজে ফিরে তার চোখ।
তপ্ত বেলায় শীতলতা ছাড়া
থাকে কি চাওয়ার কিছু?
দরোজা খুলতে যতো বিলম্ব হোক।
একপথে হেঁটে পাওয়া যায় বহু পথ;
একঘর হয় বহু মানুষের ঘর।
নদীর জোয়ার হাত রাখে তারও হাতে
সকালে দুপুরে যে হয় স্বার্থপর।
বিকেল আবার যেতে চায় শৈশবে;
প্রিয় হয়ে ওঠে সমূহ দুর্বলতা।
খুঁজুক যতোই স্বজনের চেনা মুখ;
অভীপ্সা তার নিজস্ব অমরতা।
