Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

নেতা

Icon

দ্বীপ সরকার

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টান টান ভাষণে উপচে পড়ছিল বিক্ষিপ্ত চোখ

আঙুল উঁচিয়ে শারীরিক ভঙ্গিমায় শক্ত ভাষণ

ভাষণে ভাষণে নেমে আসল বিস্তর দাবি দাওয়ার লেজ

টগবগে চোখ, নাচুনে আঙুল-চোখ ফসকে আসা রাগ

জনগণ সব বোঝে-

আঙুল কাঁপানোর ভাষা আছে

চোখ রাঙানোর ভাষা আছে

ভেতর বাহির বৃদ্ধাঙ্গুলির হাহাকার ক্রমশ: ফুটে ওঠে

জনগণ বোঝে, জনগণ চেনে-নেতা চেনে মাটি ও মানুষ

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম