|
ফলো করুন |
|
|---|---|
১৯৬৪ সাল, ঢাকায় বিহারিরা রক্ত ঝরাল
মিথ্যা কথায় হিন্দু মুসলিম দাঙ্গা বাধাল
নিরপরাধ হিন্দু, সে তো আমার বাঙালি ভাই
আইয়ুবের হীন চক্রান্তে বিহারিরা করছে লড়াই
বিনা কারণে দাঙ্গা বাধিয়ে, হিন্দু মেরে করে বড়াই
সেদিন ইত্তেফাকে, মানিক মিয়া দিল ডাক
‘বাঙালি রুখে দাঁড়াও’ যা ছিল মুজিবের হাঁক
সেই আগস্টে প্রথম দেখি বাঙালির প্রাণ
মুজিব ভাই, ঢাকায় গাইছেন সাম্যের গান
লক্ষ্মীবাজারে, খোলা জিপে দাঁড়িয়ে করছেন বক্তৃতা
মনোমুগ্ধ হয়ে শুনছি, মানবতার সম্পৃক্ততা
এ যেন মহামানব জীবন বাঁচানোর কারিগর
সেই ছোটবেলায় পেলাম তার সংশ্রব
সবার সাথে হাত মিলিয়ে মুজিব চলে গেল
নির্দেশ দিল মহল্লায় শান্তি কমিটি গড়ে তোল।
তখন থেকে হয়ে গেলাম মুজিব সৈনিক।
পাহারা দিই হিন্দু বাড়ি আমরা নব-নাবিক।
দুদিনেই দস্যু বিহারিরা দিল পিছুটান
আমাদের প্রতিরোধে আইয়ুবের ইচ্ছা হলো খান খান।
মুজিব সৈনিকের দল সার্থকতায় সত্যে বলিয়ান,
সেই থেকে বাংলায় শান্তিতে আছে হিন্দু-মুসলমান।
