|
ফলো করুন |
|
|---|---|
নতুন কোন স্বপ্নে আমি তোমাকে চাই
তুমি শুধুই আমার হবে, অন্য আর কারো নও
তোমার জন্য একবুক সমুদ্র নিয়ে অপেক্ষায় আছি
তুমি আসবে বলে, সাগরের দুর্বার ঢেউ
অনাবিল ছন্দে ছুটে যায় দূর অজানায়
পাহাড়ের গায়ে সবুজের অরণ্য
স্নিগ্ধতার কাশফুল তোমার রূপে রঞ্জিত
আকাশের একফালি চাঁদ-নীরব রাতের জোসনা
সবাই নতুন করে সেজেছে-তুমি আসবে বলে
তুমি এসো শুধুই আমার হয়ে-রঙিন মহুয়ার বনে।
