|
ফলো করুন |
|
|---|---|
কিত্তিবাসের তালগাছের মতো
দাঁড়িয়ে আছে বাউড়া কুতুবের মিনার।
এপাড়ে নদী ভাঙন খরস্রোত
ওপাড়ে মাটির বাসনে শীতল জল
খসে পড়ে নাঙা নূপুর থেমে যায় স্রোত।
এলোমেলো পায়ের ছাপ
ক্যানভাসে নিপুণ তুলি
উদাম শরীর মৃত্তিকায় ঝরে নিঃশ্বাস
শিল্প এসে জড়ো হয় বুকের কাছে।
ট্রেন শিটি দেয় স্টেশনে
সোনাপাগলী ছুটে আসে মানব প্রেমে।
বাউল বাউড়া ছনেপাতা ঘরে
মোহময় জগৎ ধুলোয় লুটায়
অনঙ্গ গানের সুর দূরগামী ট্রেনে।
