হাঁটার দর্শন ও বরেণ্যদের হাঁটাহাঁটি
অপূর্ব চৌধুরী
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানুষ দু’পায়ে হাঁটা প্রাণী। জন্মের প্রথম বছর হাঁটতে পারে না। মানুষের বাচ্চা হাঁটা শুরু করতে এক বছরের বেশি গড়ায়। যদিও অনেক প্রাণীর বাচ্চারা জন্মের পরই হাঁটতে পারে। মানুষ প্রাণীর বাচ্চারা জন্মের ছয় মাস পর হামাগুড়ি দিতে শুরু করে। এরপর হাঁটতে শুরু করে এক থেকে দেড় বছর সময়ের মধ্যে।
মানুষ হাঁটে। মানুষকে হাঁটতে হয়, প্রয়োজনে-অপ্রয়োজনে। হাঁটা মানুষের অস্তিত্বের ভুবনে একটি অভিজ্ঞতা। বলা যায় একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। অস্তিত্ব এবং প্রয়োজনে এটি এতটাই জাগতিক যে-অনেক ক্ষেত্রে এটির গভীরতা উপলব্ধি তো দূরের কথা, বরং উপেক্ষা করা হয় বেশির ভাগ সময়।
ইতিহাসজুড়ে অনেক বরেণ্য এবং বিখ্যাত ব্যক্তিরা প্রচুর হাঁটতেন। অনেক বিখ্যাত ব্যক্তিদের কাছে হাঁটা একটি পছন্দের অভ্যাস ছিল। কখনো স্বাস্থ্যের কারণে, কখনো তাদের চিন্তার উৎস হিসাবে হাঁটার পথচলাকে ব্যবহার করতেন। ওইসব মহান মন তাদের চিন্তা, কাজ এবং বিশ্বাসের অনুপ্রেরণা হিসাবে হাঁটতেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার তৈরি করা শিক্ষাপ্রতিষ্ঠান লাইসিয়ামে হেঁটে হেঁটে ছাত্রদের সঙ্গে কথা বলতেন এবং শেখাতেন। বিখ্যাত আমেরিকান লেখক হেনরি ডেভিড থোরো হাঁটার মধ্যে খুঁজে পেতেন আধ্যাত্মিক এক চেতনা। হাঁটা নিয়ে তিনি বলেছেন, ‘যে মুহূর্ত থেকে আমি হাঁটা শুরু করি, সেই মুহূর্ত থেকে আমার চিন্তার প্রবাহ শুরু হয়।’ লেখিকা ভার্জিনিয়া উলফ তার লেখালেখির খসড়ার জন্য হাঁটাকে ব্যবহার করতেন। জগৎবিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিজ্ঞান নিয়ে ভাবনার সময় দীর্ঘ একটি পথে হাঁটতেন। দৈনন্দিন অভ্যাসে তার এ হাঁটার অভ্যাসের কথা অনেকের কাছেই সুপরিচিত ছিল।
হাঁটাকে আমরা অনেকক্ষেত্রে মনে করি পরিবহণের উপায়। শরীরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যানবাহন। প্রাকৃতিক বাহক। হাঁটা কেবল শরীরের বাহন নয়, এটি চারপাশের সঙ্গে সূক্ষ্ম অনুভূতি এবং অভিজ্ঞতা সঞ্চয়ের অনুঘটক। অনেক সৃজনশীল ক্ষমতা ও কল্পনার উৎস এবং চিন্তার সঙ্গী আসে হাঁটায়। হাঁটার ছন্দময় ধাপ আমাদের মাঝে এনে দেয় দার্শনিক গভীরতার অনেক সন্ধান। ভাবনায় আনে পুষ্টিকর প্রভাব। শরীর এবং মনের মধ্যে পায়ের ছাপগুলো যেন রেখে যায় নান্দনিক ধ্যানের এক অন্তর মিশেল।
ইংরেজি লেখক চার্লস ডিকেন্স অনেক হাঁটতেন। তিনি প্রায় সময়ই প্রতি দিন ২০ মাইল হাঁটতেন। বিশেষ করে রাতের বেলায় লন্ডনের একটি নির্দিষ্ট পথে তিনি এ হাঁটা হাঁটতেন। অনেক সময় এ রকম চার-পাঁচ ঘণ্টা হাঁটতে হাঁটতে ভোর হয়ে যেত। মধ্যরাতের পর নিশাচর প্রাণীর মতো লন্ডনের পথে উনি বের হতেন। ভোরে ফিরে এসে লিখতে বসতেন। চার্লস ডিকেন্স বলেছেন-এ হাঁটা তাকে তার চিন্তাকে উন্নত করত, যেটা ভাবতে চাইতেন পরিষ্কার করে ভাবতে পারতেন। তার উপন্যাসের অনেক উপাদান, প্লট এবং উৎসাহ তিনি এ হাঁটতে হাঁটতেই নিজের ভেতর আবিষ্কার করেছেন, খুঁজে পেয়েছেন এবং নিয়েছেন।
হাঁটার দর্শন
হাঁটারও একটি দর্শন আছে। চিন্তাবিদ ফ্রেডেরিক গ্রোসের মতে হাঁটা হলো স্বাধীনতার আরেকটি রূপ। নিজেদের বৃত্তে আবদ্ধ থাকা জীবনের যে রূপ, পরিচয়ের এ সীমাবদ্ধতা থেকে বের করে আনে হাঁটার দর্শন। সমাজবদ্ধ থেকেও এমন করে আমরা আমাদের একটা স্পেস তৈরি করে বাঁচি। বিশ্বের সঙ্গে, আমাদের চারপাশের সঙ্গে নিজেদের একাকিত্ব এবং ব্যস্ততার একটি মিশ্রণের সুযোগ দেয় হাঁটার প্রতিটি পদক্ষেপ। যখন আমরা হেঁটে হেঁটে নিজের সঙ্গে যুদ্ধ করে চলি, নিজের সঙ্গে কথা বলি, নিজেদের চিন্তার প্রতিফলন দেখতে চাওয়ার একটা স্থান করে দেয় হাঁটার অনুভূতি। গতি এবং স্থিরতার মাঝে সমন্বয় করে হাঁটা আমাদের চেতনায় আনে অনুভূতি আশ্রিত এক চিন্তার জগৎ।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার হাঁটার জন্য পরিচিত ছিলেন। তিনি অনেক হাঁটতেন, তরুণ বয়স থেকেই হাঁটতেন এবং খালি পায়ে হাঁটতেন। তিনি বিশ্বাস করতেন যে-হাঁটা তার মনকে মুক্ত করত। তার অনেক সৃজনশীল চিন্তাভাবনার উৎস ছিল এ হাঁটা। হাঁটতে হাঁটতেই তার মধ্যে জন্ম নিয়েছিল অ্যাপলের অনেক উদ্ভাবনী আইডিয়া।
হাঁটার উপকারিতা
হাঁটা অনেকভাবে উপকারী। যেমন মনের জন্য, তেমনি শরীর ও স্বাস্থ্যের জন্য হাঁটা উপকারী এবং দরকারি। হাঁটাকে অনেক চিকিৎসক বলে থাকেন খাদ্যের পর শরীরের দ্বিতীয় পাওয়ার হাউজ। কারণ, হাঁটা শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখে। হাঁটার প্রতিটি ধাপে শরীরের ২০০-এর বেশি মাসল বা পেশি অ্যাকটিভ হয়ে ওঠে। মানব শরীরে ৬০০-এর মতো পেশি আছে। হাঁটলে পা, কোমর, পেছন, পেট, বুক, এমনকি হাতের পেশিও অ্যাকটিভ হয়ে ওঠে। পেশিগুলোর সহনশীলতা, ক্ষিপ্ততা, দক্ষতা এবং শক্তি বাড়ে। বিশেষ করে হার্ট শক্তিশালী হয় হাঁটলে, হাড় মজবুত হতে ওঠে, কার্ডিওভাসকুলার ফিটনেস বাড়ে, শরীরের চর্বি কমে। নিয়মিত হাঁটা রক্তচাপ কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, স্ট্রোকের আশঙ্কা দূর করে।
বিখ্যাত মিউজিক কম্পোজার লুডউইগ ভ্যান বিথোভেন ভিয়েনার জঙ্গলে দীর্ঘ পথে অনেক হাঁটতেন। নির্জনে হাঁটাহাঁটি ছিল তার প্রিয় একটি কাজ। হাঁটতে হাঁটতে অনেক সময় একটি পেনসিল এবং মিউজিক পেপারের শিট পকেটে রাখতেন। হাঁটার এ সময় সংগীতের কোনো সুর তার মনে তৈরি হলে লিখে রাখতেন। তার অনেক বিখ্যাত সংগীতের জন্ম এই হাঁটতে হাঁটতে।
হাঁটার মন
হাঁটা মনকে ভালো রাখে। মানসিক সুস্থতা বজায় রাখতে হাঁটার জুড়ি নেই। হাঁটা মেজাজের ভারসাম্য তৈরি করতে সাহায্য করে, মুড নিয়ন্ত্রণ করে। বলা হয় এটা হলো চিন্তার সৃজনশীলতা এবং মনের একাগ্রতা বাড়ানোর এক্সারসাইজ। হাঁটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক স্ট্রেস কমিয়ে দেয়, দীর্ঘমেয়াদি উদ্বেগের কারণে মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়লে তার রেশ টেনে ধরতে সাহায্য করে। হাঁটা হলো সবচেয়ে উন্নত মানসিক ব্যায়াম। শুধু মনের নয়, হাঁটা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেকভাবে প্রভাবিত করে। বিশেষ করে মস্তিষ্কের কগনিটিভ ফাংশনকে শাণিত করতে হাঁটা যেন ভাবনার দ্বার খুলে দেয়।
ডেনিশ দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একবার লিখেছিলেন যে-তার জীবনের সেরা চিন্তাগুলো হাঁটতে হাঁটতেই তার ভেতরে তৈরি হয়েছিল। অনেক দার্শনিক চিন্তার অস্পষ্টতা হাঁটতে হাঁটতেই তার ভেতরে স্পষ্ট হতো।
