Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

হেলাল হাফিজের কবিতা

Icon

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢেউ

বিনা জলে, বিনা সমীরণে

দেখো দেখো কতো ঢেউ

কটিদেশে, মনে!

কৃষ্ণপক্ষ

আমি তো কাচের নই

তবুও চৌচির হয়ে গেছি।

অবেলার খেলা

প্লিজ, অবেলায়

তরঙ্গ তুলিয়া রঙ্গে ভঙ্গ দিয়ো না

ওগো, বাঁচিব না

মরিয়া যাইবো আমি মরণের আগে!

লীলা

রোদ্দুরে ভেজাবো তোকে শুকাবো বৃষ্টিতে!

নীল খাম

আমারে কান্দাইয়া তুমি

কতোখানি সুখী অইছো,

একদিন আইয়া কইয়া যাইও!

জয়

তোমাকে শোনাবো এক পরাজিত মানুষের বিজয় কাহিনী!

লজ্জা

এতো ভালোবাসা পেয়ে

ভেতরে ভীষণ লাজে

বেদনারা লাল হয়ে গেছে!

বাসনা

আগামী, তোমার হাতে

আমার কবিতা যেন

থাকে দুধে ভাতে।

আপনি

আপনি আমার এক জীবনের যাবতীয় সব,

আপনি আমার নীরবতার গোপন কলরব!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম