নুরুল ইসলাম শিল্পের উজ্জ্বল নক্ষত্র
-মাজহারুল হক প্রধান এমপি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে শিল্পের একজন উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান। তিনি বলেন, নুরুল ইসলাম তার সৃষ্টির মাধ্যমে শত শত বছর বেঁচে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধ করে শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীনই করেননি, দেশ বিনির্মাণে একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়নে রোববার রাতে অনুষ্ঠিত স্মরণসভায় মজাহারুল হক প্রধান এমপি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে একজন সৎ শিল্পপতি উল্লেখ করেছে বলেন, তিনি ৪১টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক অথচ তিনি ঋণ খেলাপি নন। বিদেশে তার কোনো সম্পদ নেই। তার কোনো আর্থিক কেলেঙ্কারিও নেই। এমন শিল্পপতি এদেশে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তাই তার এ মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। স্বজন সমাবেশ পঞ্চগড় শাখার আয়োজনে ওই স্মরণসভায় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের পঞ্চগড় প্রতিনিধি এসএ মাহমুদ সেলিম, সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লুৎফর রহমান, রাজিউর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে একই স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
