Logo
Logo
×

খবর

সুষ্ঠু নির্বাচনের জন্য ইউপিডিএফের ছয় দফা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ছয় দফা দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এক বিবৃতিতে শুক্রবার এসব দাবি জানায় সংগঠনটি।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ইউপিডিএফ ও জেএসএমের নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড়, নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করা, আটকদের নিঃশর্ত মুক্তি দেয়া; ইউপিডিএফসহ সব দলকে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালানোর সুযোগ দেয়া; ভোট কেন্দ্র পুনর্গঠন, দূরবর্তী অঞ্চলের ভোটারদের সুবিধার্থে ভোট কেন্দ্র স্থাপন এবং নির্বাচনী এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করা ও পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভোট কেন্দ্র পরিদর্শন নিশ্চিত করা। বিবৃতিতে আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উদ্বেগ জানিয়ে ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা বলেন, দেশে বিগত দশম সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতির মতো অবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তার দায়-দায়িত্ব ক্ষমতাসীন সরকার এড়াতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নেই। ইউপিডিএফকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম