Logo
Logo
×

খবর

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেটের উপকণ্ঠ কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্র। আগুনে পুড়েছে ক্যাবল তার ও রক্ষিত কাঠের বাক্স। শুক্রবার রাত সোয়া ১২টায় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে আগুন লাগার ঘটনা ঘটে। দমকল বাহিনীর কয়েকটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর সিলেটের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনায় লাখ টাকা মূল্যের ক্যাবল ও বাক্স পুড়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৫০ লাখ টাকার মালামাল। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। বিদ্যুৎ ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর দে জানান, বিদ্যুৎ লাইনের সংযোগস্থলে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়। এতে স্টোর রুমের পাশে ক্যাবল তারের একটি ড্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারের পুরো লেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা, তা খুলে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারত বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম