|
ফলো করুন |
|
|---|---|
ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস বা আইপিএফ প্রধানত পুরুষদের ফুসফুসের রোগ। ৫০ বছর বা তার ওপরের রোগীরা এতে বেশি আক্রান্ত হয়। এ রোগীদের দীর্ঘস্থায়ী কাশি ও শ্বাসকষ্ট হয় এবং সঠিক ও নতুন পদ্ধতির চিকিৎসা নিলে রোগ থাকা অবস্থায়ও জীবনযাত্রা সহজ হতে পারে।
কারণ : ধূমপান ছাড়াও কাঠ, ধাতব, টেক্সটাইল বা পাথুরে ধূলিকণার সংস্পর্শে যারা বেশি আসেন এবং গবাদি পশু ও কৃষিকাজ করার সঙ্গে সম্পৃক্ত মানুষদের মধ্যে এ রোগ হওয়ার প্রবণতা বেশি। ইনফেকশন ছাড়াও অজানা কারণে এ রোগ হতে পারে। কিছু ভাইরাস যেমন- এপসটেইন বার ভাইরাস, হারপিস ভাইরাস এবং হেপাটাইসিস সি-এর সংক্রমণেও এ রোগ হতে পারে। যে রোগীদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (ঊেজউ) আছে অর্থাৎ খাবার পর খাদ্যনালি দিয়ে খাবার বুকে উঠে আসে তাদের ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হওয়ার আশঙ্কা বেশি। বংশগত কারণেও এ রোগ হতে পারে।
চিকিৎসা : জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ডাক্তার আক্রান্ত রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। যেমন-
- ফুসফুসের পুনর্বাসন
- অক্সিজেন থেরাপি
- উপসর্গ অনুযায়ী ওষুধ যেমন- পারফেনিডন, নিনটেদানিব, এন-এসিটাইল সিসটিন, পেডনিসোলন।
স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ধূমপান পরিহার, নিয়মিত পানি পান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
অধ্যাপক ডা. মো. রাশিদুল হাসান
বক্ষব্যাধি বিশেষজ্ঞ
ইনজিনিয়াস পালমোফিট, মোহাম্মদপুর, ঢাকা।
মোবাইল : ০১৭০১৬৭৭৭৮৮
