চট্টগ্রামে বিএনপির মানববন্ধন
জিয়া স্মৃতি জাদুঘরের নাম পুনঃস্থাপন করা না হলে আন্দোলন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জিয়া স্মৃতি জাদুঘরের নামফলকে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা। মঙ্গলবার নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন ওই স্থানে জিয়াউর রহমান ছাড়া আর কোনো মুক্তিযোদ্ধা শহীদ হননি। এ জন্য তার স্মৃতিকে স্মরণ করতে জিয়া স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছিল। কর্মসূচিতে নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন দাবি করেন, সেখানে অনেক মুক্তিযোদ্ধাকে আটক করে নির্যাতন ও অনেক মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন বলা হলেও জিয়াউর রহমান ছাড়া আর কোনো মুক্তিযোদ্ধা সেখানে শাহাদত বরণ করেননি। ডা. শাহাদাত বলেন, প্রয়াত মহিউদ্দীন চৌধুরী তার জীবদ্দশায় কখনও জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে কথা বলেননি। কারণ তিনি প্রকৃত ইতিহাস জানতেন। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান এর আগে এটি নিয়ে উচ্চবাচ্য করেনি। তারা প্রকৃত ইতিহাস ও জিয়াউর রহমানের অবদান সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু কিছু হাইব্রিড নেতা অল্প কয়েক দিনের মধ্যে পরিচিত হতে এমন নিকৃষ্ট ও বিতর্কিত কাজ করছেন, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। জিয়া স্মৃতি জাদুঘরের নাম পাল্টানোর ষড়যন্ত্র হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহসভাপতি এমএ আজিজ, বিএনপি নেতা কামরুল ইসলাম, শাহেদ বক্স, ইসহাক চৌধুরী প্রমুখ।
