Logo
Logo
×

খবর

বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ আর নেই

Icon

মোরেলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, বঙ্গবন্ধু সরকারের সাবেক কৃষি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংগঠক শেখ আবদুল আজিজ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিইন)। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে শেখ আবদুল আজিজের বয়স হয়েছিল ৯৯ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম