সেতু বিভাগ ও পিএসসিতে নতুন সচিব
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সেতু বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি চুক্তিতে আরও এক বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান থাকছেন মো. সামছুর রহমান। মঙ্গলবার এ বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। সেতু বিভাগের সচিব পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। গত ১৩ অক্টোবর সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) সচিব হয়েছেন। পিএসসির সচিব ওএন সিদ্দীকা খানমকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এ ছাড়া চুক্তিতে আরও এক বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান থাকছেন মো. সামছুর রহমান। আগামী ২৫ অক্টোবর সামছুর রহমানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। তার অবসরোত্তর ছুটি বাতিল করে এই নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ আছে।
