Logo
Logo
×

খবর

ফিরে আসছে ক্লোজআপ কাছে আসার গল্প

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবস উপলক্ষে ৮ম বারের মতো ‘ক্লোজআপ’ নিয়ে আসছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’। দর্শকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার গল্প থেকে বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে বানানো হচ্ছে এবারের তিনটি নাটক। এবারের বিজয়ী তিন গল্পকার হলেন আহমেদ সেজান, শাহনেওয়াজ মিঠু এবং জেরিন তাসনিম মেধা। গতবারের মতো এবারও তিনটি নাটকের একটি পরিচালনা করছেন পরিচালক অনম বিশ্বাস। প্রতিবছর নাটকগুলোর পাশাপাশি সমান জনপ্রিয়তা পায় নাটকের গানগুলোও। এবারের ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প-২’-এর সঙ্গীত পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, আহমেদ হাসান সানি এবং জাহিদ নীরব। নাটক তিনটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায়, এক সঙ্গে দেশের ১৩টি টিভি চ্যানেলে। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম