Logo
Logo
×

খবর

বন্ধ হয়ে গেল জালালাবাদ এক্সপ্রেস

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে। তবে এটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দাবি করছেন রেলসংশ্লিষ্টরা। লোকোমোটিভ ইঞ্জিন সংকটের কারণে বন্ধ করা হয় জালাবাদ এক্সপ্রেস। শনিবার রাত ১১টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি সর্বশেষ যাত্রা করে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বলেন, মালবাহী ট্রেনের জন্য এখন বাড়তি লোকোমোটিভের প্রয়োজন হচ্ছে।

. এ কারণে জালালাবাদ এক্সপ্রেস সাময়িক বন্ধ রাখা হয়েছে। জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসত ও রাত ১১টায় সিলেট থেকে ছেড়ে যেত চট্টগ্রামের উদ্দেশে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম