ফের নর্থ সাউথের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক আতিকুল ইসলামকে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ দেয়া হয়েছে। অধ্যাপক আতিক ২০১৬ সালে নর্থ সাউথের ভিসি হিসেবে নিযুক্ত হন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অধ্যাপক অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দশক ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আতিকুল ইসলাম ২৫ বছর ধরে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে (২০০৫-২০০৮) এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-২০১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আতিকুল ইসলামের এক বর্ণিল ছাত্রজীবন ছিল। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে তিনি মেধার স্বাক্ষর রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।
