Logo
Logo
×

খবর

আত্মসমর্পণকারী ৯৭ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জ গঠন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সীমান্ত শহর টেকনাফের বহুল আলোচিত ও আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ৯৭ জনের বিচার কার্যক্রম শুরু করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালত সূত্র জানায়, আত্মসমর্পণকারী ১০২ আসামির মধ্যে একজন কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। অপর ৪ আসামি শারীরিকভাবে অসুস্থ থাকায় ওই দিন তাদের আদালতে হাজির করা হয়নি। যে কারণে আদালতে উপস্থিত ৯৭ জনের বিরুদ্ধেই চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট মো. মঈনউদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম। পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), ১০(গ) ৪০/৪১ ধারায় ৯৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে। পরবর্তীতে এ মামলার শুনানি শেষে চার্জ গঠন করা হবে। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম