|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় আরও সাতটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রায় ৭০ হাজার কর্মী এখন থেকে বিকাশ অ্যাকাউন্টে বেতন পাবেন। এ নিয়ে দেশের রফতানিমুখি পোশাক শিল্পের ৪০০টি প্রতিষ্ঠানের ৪ লাখের বেশি কর্মী বিকাশের এই ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবার আওতায় আসল। বিকাশের এই সেবার সঙ্গে যুক্ত হওয়া নতুন ৭টি প্রতিষ্ঠান হ’ল এজে গ্রুপ, পূর্বাণী গ্রুপ, মাছিহাতা গ্রুপ, সোনিয়া গ্রুপ, টিম গ্রুপ, আমান গ্রুপ এবং আল মুসিলম গ্রুপ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই যৌথ যাত্রার উদ্বোধন ঘোষণা করা হয়।
