|
ফলো করুন |
|
|---|---|
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বখ্যাত পিপিজি পেইন্টসের ভেহিকেল রিফিনিশ নিয়ে ২৭তম ইউএস ট্রেড শো ২০২০-এ অংশগ্রহণ করেছে। মধ্যম আয়ের বাজারের জন্য বার্জার সম্প্রতি এসিএস ব্র্যান্ড উন্মোচন করেছে। অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ-আস-সালাম, টেরিটরি ম্যানেজার মাজহারুল হোসেন, হেড অব ভিহাইকেল রিফিনিশ পেইন্টস সুব্রত পাল এবং টেকনিক্যাল অফিসার রতন বড়ুয়া উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
