Logo
Logo
×

খবর

খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি ইস্যু

বগুড়ায় ভুঁইফোড় পরিষদের উপদেষ্টাসহ ৬৫ জনকে শোকজ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ায় ভুঁইফোড় খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ গঠন করে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় এর উপদেষ্টা পরিষদের সাত উপদেষ্টাসহ ৬৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ওই নেতাদের নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে লিখিত উত্তর দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তবে নোটিশ পাওয়ার পর কেউ কেউ দাবি করেছেন, তারা ওই সংগঠনের সঙ্গে জড়িত নন, এমনিতে তাদের নাম ব্যবহার করা হয়েছে।

নির্বাহী কমিটির যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের ক’জন হলেন- সভাপতি সোহেল শাহরিয়ার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পুটু মন্ডল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম ঠাণ্ডু, আবদুল বারী, মতিয়ার রহমান কামাল, জাহাঙ্গীর হোসেন, আবদুর রহিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আলম নয়ন, মুরাদুজ্জামান মুরাদ, সাইফুল ইসলাম, সুরাইয়া জেরিন রনি, রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ। উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন- অ্যাডভোকেট আবদুল বাছেদ, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, বেলাল হোসেন, শ্রী সুশান্ত, জানে আলম খোকা, সোহরাব হোসেন লাইজু ও মোশাররফ হোসেন চৌধুরী।

বগুড়া জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বিবৃতিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির অনুমোদন ছাড়া সম্প্রতি খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ নামে যে কেন্দ্রীয় ও বগুড়া জেলা কমিটি প্রচার করা হচ্ছে তা ভুঁইফোড় সংগঠন। আর্থিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ কমিটি গঠন করে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ব্যাপারে জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী বলেছেন, উপদেষ্টার তালিকায় মোশাররফ নামের আগে আলহাজ এবং শেষে হাতে লেখা চৌধুরী রয়েছে। আমি কখনও আলহাজ শব্দ ব্যবহার করি না। আর এ সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

শনিবার বিকালে অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, ভুঁইফোড় ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নোটিশ পাঠানো শুরু হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উত্তর না দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম