Logo
Logo
×

খবর

হোমনায় মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ : থানায় মামলা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার হোমনায় নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার জয়পুর গ্রামে নেশাদ্রব্য খাইয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার আট দিন পর শনিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে সাতজনকে আসামি করে হোমনা থানায় মামলা করেছেন। আসামিরা হল জয়পুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা, মনির হোসেনের ছেলে আল-আমিন, বাবর আলীর ছেলে পারভেজ মিয়া, জহিরুল ইসলামের ছেলে জিয়া, শাহ আলমের ছেলে জালাল উদ্দিন, কবির মিয়ার ছেলে সাকিব ও মো. শাহিন মিয়ার ছেলে শাহ পরান। ঘটনার পর আসামিরা এলাকায় বহাল তবিয়তে থাকলেও মামলা করার পর গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় পুলিশ কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি।

অভিযোগে জানা যায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে গ্রামের জয়নালের ছেলে জুয়েল রানা বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত ও নানা বাজে প্রস্তাব দিত। এতে সাড়া না দেয়ায় অপহরণের হুমকিও দেয়া হয়। ২২ ফেব্রুয়ারি পাশের বাড়িতে যাওয়ার পথে বখাটে জুয়েল রানা ও আল-আমিন কথা আছে বলে ডেকে নিয়ে তাকে জুস খাওয়ায়। জুস খাওয়ার পর সে অচেতন হয়ে পড়ে। পরে সাত বখাটে তাকে রাতভর ধর্ষণ করে। ওই ছাত্রী রাতে বাড়ি না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করেন মা’সহ পরিবারের লোকজন। সকালে গ্রামের মাহফুজ মাস্টারের পুকুর পাড়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে তিতাস উপজেলার বাতিকান্দি বাজারের এক ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। পরে আসামিদের হুমকির মুখে তাকে ঢাকায় চিকিৎসা করা হয়।

হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মেয়েটির মা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম