Logo
Logo
×

খবর

বিভাগের নাম পরিবর্তন দাবি

রাবির পপুলেশন সায়েন্স শিক্ষার্থীদের অনশন স্থগিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন। বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে বুধবার থেকে তারা অনশনে বসেন। ২ মার্চ আলোচনায় বসার শর্ত দিয়ে শুক্রবার রাত দেড়টায় কর্মসূচি স্থগিত করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে ওই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের পরিপ্র্রেক্ষিতে বৃহস্পতিবার ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান অনশনস্থলে যান। ২ মার্চ জরুরি সভা ডেকে বিষয়টি আলোচনার আশ্বাস দিয়ে তিনি অনশন স্থগিতের অনুরোধ জানান। শিক্ষার্থীরা ভিসি ও বিভাগ সভাপতির প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করেন। বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল বলেন, শিক্ষার্থীরা আমাদের আলোচনার আহ্বানে সাড়া দিয়েছে। আমরা অবশ্যই তাদের দাবির বিষয়টি বিবেচনা করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম