মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে টেকনাফে ২১ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেকনাফে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে ২১ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া থেকে তাদের আটক করা হয়। উত্তর শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে মানব পাচারের খবর পেয়ে বাহারছড়া পুলিশ এ অভিযান চালায়। আটকদের মধ্যে ১২ নারী ও ৯ পুরুষ রয়েছেন। আটকদের জিজ্ঞাসাবাদের পর স্থানীয় দালালের বাড়িঘরেও অভিযান চালানো হয়। বাহারছড়ার তদন্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, আটক রোহিঙ্গাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
