Logo
Logo
×

খবর

রাজশাহী চেম্বার ভবনে আগুন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ওই ভবনের সপ্তম তলায় শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ফ্লোরে থাকা গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড ডেভেলপার কোম্পানির তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা সকাল ৯টা ৫ মিনিটে ফোন করেন। এরপর ফায়ার সার্ভিসের সদর স্টেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তদন্ত চলছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি। আগুন নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম