Logo
Logo
×

খবর

চট্টগ্রামের অমর একুশে বইমেলা শেষ

২০ দিনে ১৮ কোটি টাকার বই বিক্রি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২০ দিনে ১৮ কোটি টাকার বই বিক্রির ইতিহাস গড়ল মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত চট্টগ্রামের অমর একুশে বইমেলা। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। মেলার আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ১৮ কোটি টাকার বই বিক্রির তথ্য জানানো হয়। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মেলা প্রাঙ্গণের পাশে জিমনেশিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। দলীয় মনোনয়ন না পাওয়ায় আসন্ন চসিক নির্বাচনে অংশ নেননি সিটি মেয়র নাছির উদ্দীন। তবে আগামী মেয়র সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের অমর একুশে বইমেলার আয়োজন করবেন এ প্রত্যাশা করেন তিনি।

মেয়র বলেন, ‘বিদায় নিতে হবে এটাই সত্য। দায়িত্ব থেকে, এ পৃথিবী থেকে। তবে দলমত নির্বিশেষে আপনাদের ভালোবাসা নিয়েই বিদায় নিতে পারছি; এটা আমার জন্য বিশাল পাওয়া। চট্টগ্রামের অমর একুশে বইমেলা আয়োজনে মেয়র হিসেবে যেভাবে সহযোগিতা করেছি তা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘এবারের বইমেলায় ১৮ কোটি টাকার কেবল বই বিক্রি নয়, এর মাধ্যমে শত শত নতুন পাঠক সৃষ্টি হয়েছে।’

চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বইমেলার আহ্বায়ক নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেলার সদস্য সচিব সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। বক্তব্য দেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু প্রমুখ।

অনুষ্ঠানে বইমেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য, সংস্কৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৩৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় আগত চারটি স্টলকে সেরা স্টলের পুরস্কার দেয়া হয়। দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং চট্টগ্রামের নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সমন্বিত বই মেলা আয়োজন করে চসিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম